ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় লাইসেন্স বিহীন মোটরসাইকেল ধরতে চেকপোষ্ট

মঠবাড়িয়ায় লাইসেন্স বিহীন মোটরসাইকেল ধরতে চেকপোষ্ট

মঠবাড়িয়া প্রতিনিধি: মঠবাড়িয়া থানা পুলিশ লাইসেন্স বিহীন মোটরসাইকেল আটকে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে।

মঙ্গলবার মঠবাড়িয়া থানার অফিসার ইনচাজ খন্দকার মোস্তাফিজুর রহমানের নের্তৃত্বে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের মুসল্লিবাড়ি নামক স্থানে চেকপোষ্ট বসানো হয়। এসময় মোটরসাইকেল রেজিষ্ট্রেশন বিহীন মালিকের নামে ১২টি মামলা দায়ের করে পুলিশ।

এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, প্রায় ছয় মাস থেকেই লাইসেন্স বিহীন মোটরসাইকেল আটক করতে বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে প্রায় শতাধীক মোটরসাইকেল আটকসহ বেশ কিছু মামলা দেয়া হয়েছে। এতে সরকার পাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে যে অপরাধকর্মসমূহ সংগঠিত হচ্ছে তার অধিকাংশ ক্ষেত্রে নম্বর বিহীন এসব মোটরসাইকেল ব্যবহার হচ্ছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নম্বর বিহীন এসব মোটরসাইকেল আটক ও মামলা দিচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...