ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় বাঁধ দেয়াকে কেন্দ্র করে সওজ ও এলাকাবাসী মুখোমুখি

মঠবাড়িয়ায় বাঁধ দেয়াকে কেন্দ্র করে সওজ ও এলাকাবাসী মুখোমুখি

মঠবাড়িয়া প্রতিনিধি: পাথরঘাটা-বামনা-মঠবাড়িয়া-পিরোজপুর এর ব্যস্ততম সড়কে গুদিঘাটা নামক স্থানে একটি বেইলী ব্রীজ দুটি ট্রাকসহ ভেঙে পড়ায় উপকুলীয় অঞ্চলের ১২রুটের সাথে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। ওই ভেঙ্গে যাওয়ায় স্থলে খালে বাঁধ দেয়াকে কেন্দ্র করে এলাকাবাসী ও সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষের মধ্যে মুখোমুখি অবস্থানে থাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবী ব্রীজের স্থলে বাঁধ দেয়া হলে স্থানীয় ১৫টি গ্রামের শত শত একর কৃষি জমি স্থায়ী জলাবদ্ধতার রুপ নিয়ে অনাবাদি হয়ে পড়বে।

জানাযায়, গত ১৫ জুন সকালে পাথর বোঝাই দুটি ট্রাক একসঙ্গে মঠবাড়িয়া-চরখালী সড়কের গুদিঘাটা বেইলি ব্রীজের ওপর ওঠায় ব্রীজটি ভেঙে ট্রাক দুটি খালে পড়ে যায় এবং ঘটনাস্থালে ট্রাতের হেলপার নিহত হয়। ফলে গত একমাস ধরে মঠবাড়িয়া ও পাথরঘাটার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ ১২টি রুটে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের বাধ্য হয়ে পাথরঘাটা থেকে ৩৬ কিলোমিটার, বামনা থেকে ১৬ কিলোমিটার এবং মঠবাড়িয়া সদর থেকে ৬ কিলোমিটার পথ অটোরিকশা, টমটম ও মোটরসাইকেল যোগে গুদিঘাটা পর্যন্ত আসতে হয়। এরপর খেয়া নৌকায় খাল পাড় হয়ে বাসে উঠতে হয়।

আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভেঙ্গে যাওয়া বেইলি ব্রীজটি থেকে প্রায় ১৫ হাত দূরে খালে বাঁধ দেওয়ার জন্য পাইলিংয়ের কাজ ধীর গতিতে চলছে। লোকজন খেঁয়া নৌকায় খাল পারাপর হচ্ছে। আর ছোট যানবাহন দুই কিলোমিটার ঘুরে বিকল্প একটি সড়ক দিয়ে চলাচল করছে। সড়কটি সরু হওয়ায় যানজট লেগেই আছে। ভেঙ্গে যাওয়া ব্রিজের স্থলে সড়ক ও জনপদ কর্তৃপক্ষের পাইলিং শেষ হলেই বাঁধ দেয়ার কাজ শুরু হবে। বাঁধের কারণে ১৫টি গ্রামের শত শত একর কৃষিজমি অনাবাদি থাকার আশংকায় এলাকাবাসী বাঁধের বিপক্ষে অবস্থান নিয়েছে। এনিয়ে এলাকাবাসী ও সওজ কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে গত ১৩ জুলাই এলাকার আন্দোলন মুখি কৃষক স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নিবার্হী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সওজ কর্তৃপক্ষের সাথে সমঝোতা বৈঠকে পানি চলাচলের ব্যবস্থা রেখে বাঁধ নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্থানীয় বাসিন্দা কৃষক মোঃ ফারুক খান জানান, বড় ধরনের পাইপ দিয়ে পানি চলাচলের ব্যবস্থা না করে খালে বাঁধ দিলে ১৫টি গ্রামের মানুষ জলবদ্ধতা সৃষ্টি হবে। ফলে শত শত একর কৃষি জমি অনাবাদী থাকার আশঙ্কা রয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী বলেন, ভেঙ্গে যাওয়া ব্রীজের স্থলে কালভার্ট নির্মাণ করা হবে। তবে এর আগে খালে বাঁধ দিয়ে বিকল্প সড়ক নির্মাণের কাজ চলছে। এলাকাবাসীর সুবিধার্থে বাঁধে লোহার পাইপ বসিয়ে পানি চলাচলের ব্যবস্থা রাখা হবে। এ কাজ শেষ হলে সরাসরি যান চলাচল শুরু হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...