ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় সংখ্যালঘু শিক্ষকের জমি দখলের অভিযোগ

মঠবাড়িয়ায় সংখ্যালঘু শিক্ষকের জমি দখলের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধিঃ মঠবাড়িয়ায় সংখ্যালঘু এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের ধানী জমি প্রতিবেশি এক প্রভাবশালী জোর পূর্বক দখল করে বীজতলা করার অভিযোগ পাওয়া গেছে। জমি উদ্ধারের দাবীতে আজ বুধবার ওই শিক্ষক দ্বিজেন্দ্র নাথ হাওলাদার মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের শিক্ষক দ্বিজেন্দ্র নাথ হাওলাদারের পৈত্রিক সূত্রে পাওয়া ৮৮ নং খতিয়ানের ১১৬৪ দাগের ১২শতাংশ ধানী জমি প্রায় ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছে।
সম্প্রতি ওই জমি প্রতিবেশী মৃত আঃ ছত্তার মিয়ার ছেলে জালাল মিয়া জোর পূর্বক দখল করে বীজ তৈরী তলা তৈরী করেন। এসময় জমির প্রকৃত মালিক ওই শিক্ষক বাঁধা দিলে তাকে অকথ্য গালি-গালসহ প্রাণ নাশের হুমকি দেন।

কেন ওই শিক্ষকের জমি দখল করা হয়েছে জানতে চাইলে এব্যপারে প্রতিবেশী জালাল মিয়া কোন সঠিক উত্তর দিতে পারেনি।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এব্যপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...