ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় ঈদ ফেরত যাত্রীদের দূর্ভোগ চরমে

মঠবাড়িয়ায় ঈদ ফেরত যাত্রীদের দূর্ভোগ চরমে

মঠবাড়িয়া প্রতিনিধি : ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা কর্মজীবী মানুষের দূর্ভোগ কমছেইনা। উপকূলীয় মঠবাড়িয়ার মানুষ অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে জীবনের ঝুকি নিয়ে বাস, লঞ্চ, রকেটযোগে ঢাকায় ফিরছে। এদিকে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যাত্রীদের প্রতি টিকিটে ৩ থেকে ৫শ টাকা বেশি দিয়ে টিকিট ক্রয় করতে হচ্ছে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নজরদারী না থাকায় ভোগান্তি ও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে যাত্রীদের।

এছাড়া বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে টিকিট না পেয়ে অনেক যাত্রীই বিকল্প পথে লঞ্চযোগে কর্মস্থলে ফিরছে। তবে রকেট ও লঞ্চের যাত্রীগন লঞ্চের ছাদে জীবনের ঝুকি নিয়ে ফিরে যাচ্ছে।

এদিকে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের গুদিঘাটা নামক স্থানে বেইলী ব্রীজ ভেঙে দুটি ট্রাক খালে পড়ে যাওয়ায় দীর্ঘ ২ মাস ধরে ১২রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী যাত্রীদের দূর্ভোগ চরম আকার ধারন করেছে। বিকল্প সড়ক নির্মানেও চলছে ধীর গতি।

বনফুল পরিবহনের লাইনম্যান জানান, ঈদের কারনে একটু বেশি নিলেও দু’একদিনের মধ্যেই আগের ভাড়ায় টিকিট দেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...