ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় আ.লীগের অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত

মঠবাড়িয়ায় আ.লীগের অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত

মঠবাড়িয়া প্রতিনিধিঃ মঠবাড়িয়ায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ও পৌর ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।

আজ রোববার কে এম লতীফ ইনষ্টিটিউশনের পরিচালনা পরিষদ মিলয়নায়তনে দিনভর বৈঠক শেষে সন্ধ্যায় জেলা আ’লীগ সহ-সভাপতি একেএম সেলিম মিয়ার সভাপতিত্বে স্থানীয় আ’লীগের সিনিয়র নেতৃ বৃন্দের এক জরুরী সভায় সকল প্রকার সহিংসতা এড়াতে এ সিদ্ধান্ত গ্রহন করেন।

এছাড়া ওই সভায় জেলা আ’লীগ সহ-সভাপতি একেএম সেলিম মিয়াকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তদন্দ পূর্বক দোষীদের চিহ্নিত করে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর এর বরাবরে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

১১১১১
সভায় উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান তদন্দ প্রতিবেদন শেষে অভিযুক্ত দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২ জুলাই ছাত্রলীগের দু’গ্রুপের সংঘষে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ উভয় পক্ষের ৮জন আহত হয়। এসময়ে দুই গ্রুপের অশ্রমিছিল ও পাল্টা পাল্টি হামলার ঘটনায় ঈদের বাজার পন্ড হয়ে যায় এবং সাধারন মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...