ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় ঘুষখোর সেটেলমেন্ট কর্মকর্তার পলায়ন

মঠবাড়িয়ায় ঘুষখোর সেটেলমেন্ট কর্মকর্তার পলায়ন

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার শংকর নারায়ন দে অবশেষে জমির মালিকদের ঘুষের টাকা ফেরত ও ৩০ ধারার পর্চা না দিয়ে গতকাল বুধবার রাতের আঁধারে পালিয়ে গেছেন।

এলকাবাসীর কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করে দীর্ঘদিন ধরে জমির পর্চা না দিয়ে টাল-বাহানা করায় গতকাল বুধবার দুপুরে বিক্ষুব্ধ জমির মালিকরা সহকারী সেটেলমেন্ট অফিসার শংকর নারায়ন দে কে তার নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে সেটেলমেন্ট অফিসে গিয়ে তাকে উদ্ধার করে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই কর্মকর্তার গ্রহণকৃত ঘুষের টাকা ফেরত ও বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম ফরিদ উদ্দিনে কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

আজ বৃহস্পতিবার সকালে শংকর নারায়ন দে’র পালিয়ে যাওয়ার খবর ভুক্তভোগী জমির মালিকদের মাঝে ছড়িয়ে পড়লে মালিকরা উত্তেজিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে ছুটে আসে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই কর্মকর্তার স্থান ত্যাগ করাটা দুঃখজনক। তবে বিষয়টি বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার ও জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি।

অভিযুক্ত সেটেলমেন্ট অফিসার শংকর নারায়ন দে’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা ডেকেছেন বিধায় আমি বরিশাল অফিসে আছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...