ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় সেটেলমেন্ট অফিসার অবরুদ্ধ : উদ্ধার করলেন ইউএনও

মঠবাড়িয়ায় সেটেলমেন্ট অফিসার অবরুদ্ধ : উদ্ধার করলেন ইউএনও

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার শংকর নারায়ন দে’র বিরুদ্ধে জমির ৩০ ধারার পর্চা দেয়ার আশ্বাস দিয়ে নিরীহ এলাকাবাসীর কাছ থেকে মোটা অংকের ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করে দীর্ঘদিন ধরে জমির পর্চা না দিয়ে টাল-বাহানা করায় আজ বুধবার দুপুরে বিক্ষুব্ধ জমির মালিকরা তার নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফরিদ উদ্দিন খবর পেয়ে সেটেলমেন্ট অফিসে গিয়ে তাকে উদ্ধার করেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই কর্মকর্তার গ্রহণকৃত ঘুষের টাকা ফেরত ও বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার সাপলেজা ইউনিয়নের নলীজয়নগর মৌজার ৩০ ধারার কাজ চলছে। ওই মৌজার প্রবাসী বাদল সিকদারের স্ত্রী মোসা. রাবেয়া বেগম ও কৃষক মো. গোলাম মোস্তফা ভোগ দখলীয় ২ একর ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির ৩০ ধারার পর্চার জন্য শংকর নারায়ন তাদের কাছে মোটা অংকের ঘুষ দাবি করেন।

কিন্তু দাবিকৃত টাকা দিতে না পারায় জমির পর্চা দিতে টাল-বাহানা শুরু করেন। একপর্যায়ে কৃষক গোলাম মোস্তফা ৩০ হাজার ও রাবেয়া বেগম ১০ হাজার টাকা করে ৭জন এলাকাবাসীর কাছ থেকে শংকর নারায়ন প্রায় দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। তিনি টাকা নিয়ে জমির পর্চা না দিয়ে অন্যত্র বদলীর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বুধবার টাকা ফেরত চেয়ে তার অফিসে অবরুদ্ধ করে রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন ওই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার এজাজ আহমেদ জাবের জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে অন্যত্র বদলী করা হয়েছে। তিনি আরও জানান, নিরীহ এলাকাবাসীর কাছ থেকে ঘুষ গ্রহণের সু-নির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃ বিবার্তা

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...