ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় নিখোঁজের সংখ্যা বাড়ছে

মঠবাড়িয়ায় নিখোঁজের সংখ্যা বাড়ছে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। নিখোঁজ হওয়ার পর সন্ধান না পেয়ে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ, উৎকন্ঠা বিরাজ করছে। গত কয়েক দিনের ব্যবধানে স্কুলছাত্র, কিশোরী ও যুবক নিখোঁজ হওয়ার পর তাদের খোঁজ মেলেনি। থানায় পৃথক পৃথক সাধারণ ডায়েরি করেও তাদের কোনো সন্ধান মিলছে না।

থানা সূত্রে জানা যায়, গত ১লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার র্যালিতে যোগ দিতে গিয়ে কেএম লতীফ ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র মো. ইয়াছিন (১৩) দশ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ইয়াছিন পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকার দিনমজুর বাদশা মিয়ার পুত্র। পুত্রের সন্ধান না পেয়ে তার বাবা বাদশা মিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

অপর দিকে উপজেলার ছোট মাছুয়া গ্রামের কুদ্দুছ গাজীর মেয়ে কিশোরী রুমা আক্তার মালা (২০) গত ১ এপ্রিল থানাপাড়া এলাকার ব্যবসায়ী আবদুল্লাহ আল মারুফের বাসা থেকে নিখোঁজ হয়। এঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ আল মারুফ গত ৪ এপ্রিল মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এদিকে উপজেলার জানখালী গ্রামের সুলতান খানের পুত্র মো. কালাম খান (২৯) দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। এঘটনায় কালামের বড় ভাই দেলোয়ার খান মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ যারা নিখোঁজ রয়েছে তারা জীবিত আছে না মারা গেছে তা নিয়ে চরম উৎকন্ঠায় দিনাতিপাত করছেন তাদের পরিবারের স্বজনেরা।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সাধারণ ডায়েরির পর বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। তাদের খুজে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...