ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় ৩ মন ঝাটকা জব্দ

মঠবাড়িয়ায় ৩ মন ঝাটকা জব্দ

মঠবাড়িয়া প্রতিনিধি: বাংলা নববর্ষকে সামনে রেখে মঠবাড়িয়ার বলেশ্বর নদের এক শ্রেণীর অসাধু জেলেরা ঝাটকা নিধনে বেপরোয়া হয়ে ওঠছে। অধিক মুনাফা লাভের আশায় সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোষ্টগার্ড ও মৎস অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাসোহারা দিয়ে ঝাটকা নিধনের মহোৎসব করে আসছে।

আজ শনিবার ভোর রাতে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের স্থানীয় তুষখালী বন্দর দিয়ে পিকআপ ভ্যানে ঝাটকা-ইলিশ পাচার কালে কেন্দ্রীয় মৎসজীবী লীগের সভাপতি ও স্থানীয় তুষখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার ও স্থানীয় ফাড়ি পুলিশের সহযোগীতায় ৩ মন ঝাটকা ইলিশ আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে ওই মাছ জব্দ করে স্থানীয় ২০টি এতিমখানায় বিতরন করা হয়।

কেন্দ্রীয় মৎসজীবী লীগের সভাপতি ও তুষখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার অভিযোগ করে বলেন, দায়িত্বে থাকা স্থানীয় কোষ্টগার্ড ও মৎস অফিসের কতিপয় কর্মচারীকে নিয়মিত বখরা দিয়ে অসাধু জেলেরা ঝাটকা নিধন করে আসছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, চার ঝাটকা ব্যবসায়ীকে মুছলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...