কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে কৃষিতে প্রযুক্তিগত উন্নয়নে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা করা হয়েছে। “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু।
উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য দেন, উপজেলা উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কপিল শাহ ফকির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায়, জহুরুল হক, গৌতম দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে ভর্তুকি মূল্যে দলভিত্তিক কৃষকের মাঝে ১৩ টি পাওয়ার টিলার চালিত সিডার মেশিন ও ৩টি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.