ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - মঠবাড়িয়ায় কিং ব্র্যান্ড সিমেন্ট কোম্পানির আয়োজনে রাজসভা

মঠবাড়িয়ায় কিং ব্র্যান্ড সিমেন্ট কোম্পানির আয়োজনে রাজসভা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িযায় নির্মাণ শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিং ব্র্যান্ড সিমেন্ট কোম্পানির আয়োজনে রাজসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর শহরের হারুন ভিলায় এ রাজ সভা অনুষ্ঠিত হয়। ‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট’ এ বক্তব্য সামনে রেখে স্থাণীয় পেশাদার নির্মাণ করিগর ও কোম্পানীর ডিলারগণ অংশ নেন। এ রাজসভায় স্থাণীয় ৭০ জন পেশাদার নির্মান শ্রমিক অংশ নেন।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের কিং ব্রান্ড সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খন্দকার তাজরুল হাসান প্রধান অতিথি ছিলেন।

স্থাণীয় ডিলার সোনাভান এন্ড হাসান এন্টারপ্রাইজের সত্বধিকারী সাংবাদিক মো. জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মঠবাড়িয়া বনিক সমিতির সভাপতি মো. সা,সুল আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক, এলজিইডির উপ সহকারি প্রকৌশলী আবদুল মালেক, স্থাণীয় ডিলার শাহাদাৎ হোসেন, আবদুল হালিম ফরাজী, ইউনুছ কাজী, মো. জাকির হোসেন ও মো. জসীম প্রমুখ। সভায় কিং ব্র্যান্ড সিমেণ্ট এর ব্যাবহার ও নির্মানের কৌশলগত উপস্থাপন করেন কোম্পানীর প্রকৌশলী মামুন উর রশীদ।

সভায় বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে ‘বসুন্ধরা গ্রুপ সব সময় ভোক্তার অধিকার ও পণ্যের গুণগত মানের গুরুত্ব দিয়ে আসছে। দেশের শীর্ষস্থাণীয় সিমেন্ট কিং ব্র্যান্ড সিমেন্ট কার্যকর গুণগতমান বজায় থাকার কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে’।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...