, ,

বামনায় তিন দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু

বামনা(বরগুনা) প্রতিনিধি >>
বরগুনার বামনায় আজ বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়। উপজেলা পরিষদের সামনে মেলা স্টল থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা সিএস রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু। বক্তব্য দেন বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিডি জি.এম আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাহের হেলাল, অ্যাসেড নির্বাহি পরিচালক মো. নেসার উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা প্রমূখ।

About The Author

Leave a Reply