ব্রেকিং নিউজ
Home - খোলা কলাম - চিরনিদ্রা

চিরনিদ্রা

আল আহাদ বাবু >

আমি যখন চির নিদ্রায় নিদ্রিত হব,

তখন কেউ আমার নিদ্রা ভঙ্গ করবেনা।

মা এসে বলবেনা, এত বেলা করে কি কেউ ঘুমায়!

আমি যখন চির নিদ্রায় নিদ্রিত হব,

তখন কেউ আমাকে কাছে ডাকবেনা!

বরং একাকি ঘরে আমাকে মনে পড়লে,

বুকে “ফু” দিয়ে ভয় তাড়াবে।

আমার ছায়া দেখে কিংচিৎ লাফিয়ে উঠে,

দৌড়ে পালাবে লোকের ভিড়ে।

আমি যখন চির নিদ্রায় নিদ্রিত হব,

তখন কেউ আমার স্বপ্ন ভাঙবেনা,

কারন,আমার তো সেই ঘুম স্বপ্নহীন ।

লেখক : শিক্ষার্থী, একদশ শ্রেণী, মঠবাড়িয়া সরকারী কলেজ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...