ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে মাস ব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ

কাউখালীতে মাস ব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ

কাউখালী প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগিতায় মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত আজ রবিবার থেকে শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর উপজেলা পরিষদ সভা কক্ষে মাস ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, স্বাগত বক্তব্য দেন, যুব উন্নয়ন কর্মকর্তা খান যুলহাস কবির ও প্রশিক্ষনার্থী রুবেল রিয়াজী প্রমূখ। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এসএম পারভেজ ও সহকারী প্রশিক্ষক মাহাবুব রানা।

টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশে (টেকাব) র্শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওয়ায় এক মাস মেয়াদী আই,সি,টি ট্রেনিং ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ৪০জন প্রশিক্ষনার্থীরা অংশ গ্রহণ করছে ।
এক মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...