ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বামনায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত : আহত দুইজন

বামনায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত : আহত দুইজন

বামনা(বরগুনা) সংবাদদাতা >
বরগুনার বামনায় বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের কালাইয়া এলাকার রশিদ মেম্বরের বাড়ীর সম্মূখ সড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ঘটনা স্থলেই মারা যায় এবং মোটর সাইকেলের আরোহী দুইজনকে আশংকা জনক অবস্থায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করেন। আহতরা হল,তালতলী উপজেলার বেহালা গ্রামের চিত্ত রঞ্জন হালদারের ছেলে চিন্ময় হালদার(৩২) এবং বরগুনার বাওয়ালকর প্রামের পনু গোলদারের ছেলে জাহাঙ্গীর হোসেন(৩০)। তবে নিহত মোটর সাইকেল ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, আহতরা ভাড়ায় মোটর সাইকেলে মঠবাড়ীয়া যাওয়ার পথে উপজেলার চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের কালাইয়া এলাকার রশিদ মেম্বরের বাড়ীর সম্মূখ সড়কে বিপরীত দিক থেকে আসা রাফিণ শাফিন নামের ঢাকা গামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দূর্ঘটনা স্থলেই মোটর সাইকেল চালক নিহত হয় এবং আরোহী দুই জনকে চিকিৎসার জন্য বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...