ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

পিরোজপুরে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

পিরোজপুর প্রতিনিধি >
‘সমবায়ের দর্শন- টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস -২০১৬। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের অনুষ্ঠান শুরু হয়। পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নারী-পুরুষ সদস্যদের অংশগ্রহনে শিল্পকলা অডিটরিয়ামে সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অলোচনা সভায় প্রাক্তন সমবায় অফিসার এম এ কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, জেলা সমবায় অফিসার মো. ওহিদুল ইসলাম খান, সদর থানার অফিসার ইন চার্য মাসুমুর রহমান বিশ্বাষ। সদর উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুজ্জামান দুলারের উপস্থাপনায় বক্তব্য রাখেন,স্যাংগুইন সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান, এহসান গ্রুপের মো. হারুনর রশিদ,মহিলা সমবায় সমিতির সভাপতি নুরজাহান হোসেন দুলু,বন্ধুমহল সমিতির কামাল হোসেন, রেড মাল্টিপারপাস সমিতির হাসান হাওলাদার এবং কুমিরমারা আবাসন সমিতির সবাপতি আ: জব্বার ভুট্টো প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯২৬ সালে পিরোজপুর সদর ও মঠবাড়িয়ায় সমবায় ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে এ এলাকায় সমবায় যাত্রা শুরু হয়। আজ ২০১৬ তে এর পরিধি বেড়ে পিরোজপুর জেলায় ১৭৬টি সমবায় সমিতি গড়ে উঠেছে। যেখান থেকে চলতি বছর সরকার তিন লক্ষাধিক টাকা রাজস্ব লাভ করেছে।
পরে সদর উপজেলার ১২টি সফল সমবায় সমিতিকে তাদের সফল কার্যক্রমের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...