ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ধানীসাফা ইউনিয়নে ফের সহিংসতার আশংকা : প্রশাসনের বিরুদ্ধে আ.লীগের মানববন্ধন : মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

ধানীসাফা ইউনিয়নে ফের সহিংসতার আশংকা : প্রশাসনের বিরুদ্ধে আ.লীগের মানববন্ধন : মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে গত ২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনে আইন শৃংক্ষলা বাহিনীর গুলিতে ৫ জন নিহতের ঘটনাসহ ৮নম্বর ওয়র্ডে বিশৃংক্ষলায় স্থগিত হওয়া একটি ভোট কেন্দ্রে আগামী ৩১শে অক্টোবর পুন নির্বাচন ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে আবারও উৎকন্ঠা বিরাজ করছে। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবারও ভোট কেন্দ্র প্রাণহানী ও বড় ধরনের সংহিসতার আশংকা করছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে,আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী ও বিএনপি প্রার্থী এবারের পুন নির্বাচনী মাঠে না থাকলেও আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী হারুন-অর-রশীদ দীর্ঘ সাত মাস এলাকায় গণসংযোগ চালিয়ে যান। বৃহস্পতিবার স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম প্রথম নির্বাচনী প্রচারনা চালাতে গেলে সন্ধ্যায় দুই গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মুক্তিযোদ্ধাসহ উভয় প্রার্থী অন্তত ১৫ জন কর্মী সমর্থক আহত হয়। এর মধ্যে ৬জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সৈয়দ আকনকে (৫২) অশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ওই সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বাদী হয়ে আওয়ামীলীগ প্রার্থীর ২৫জন সমর্থকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। অপর দিকে আ’লীগ প্রার্থী হারুন-অর-রশীদ স্বতন্ত্র প্রার্থীর ২৭জন সমর্থকদের আসামী করে একই রাতে একটি পাল্টা মামলা দায়ের করেন। এতে সাধারণ ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে নানা উতকণ্ঠা বিরাজ করছে।

SONY DSC

SONY DSC

এদিকে আজ শনিবার সকালে আ.লীগ প্রার্থীর কর্মী সমর্থকরা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যাকলাপের অভিযোগ এনে মঠবাড়িয়া পৌর শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। অপরদিকে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থক দুই মুক্তিযোদ্ধার ওপর হামলা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একটি সংবাদ সম্মেলন করেছে।

আজ শনিবার দুপুরে প্রশাসনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর( চশমা প্রতীক) পক্ষ অবলম্বনের অভিযোগ এনে থানা পুলিশের তিন সাব ইন্সপেক্টরকে ২৪ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবী জানিয়ে মঠবাড়িয়া উপজেলা আওয়ামলীগের উদ্যোগে শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনে সহা¯্রাধিক দলীয় নেতাকর্মীরা অংশ নেন ।
শেষে উপজেলা আ’লীগের সহ-সভাপতি এমাদুল হক খানের সভাপতিত্বে বক্তব্য দেন , উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, আ’লীগ নেতা রিয়াজ উদ্দিন, হামলায় আহত মুক্তিযোদ্ধা নান্না মিয়া, আ,লীগ নেতা লোকমান হোসেন খান, রফিকুল ইসলাম রিপন, ফজলুর হক মনি, চেয়ারম্যান প্রার্থী হারুন-অর-রশিদ তালুকদার, ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম রাজু ও মশিউর রহমান মুর্তুজা প্রমূখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) রফিকুল ইসলাম এর নিকট আত্মীয় মেট্রো রেলের পিডি মোফাজ্জেল হোসেন মন্টুর বিরুদ্ধে প্রশাসনকে ম্যানেজ করার অভিযোাগ আনেন। এছাড়া মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এস.আই মাহাবুব, এস.আই নকিব আকরাম ও এসআই আলতাফ হোসেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তোলা হয়। তাদের ২৪ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

SONY DSC

SONY DSC

অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দুই মুক্তিযোদ্ধার ওপর হামলা চালিয়ে আহত করায় জড়িত দুস্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে আজ শনিবার সকালে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সংবাদ সম্মেলন করেছে। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বাচ্চু মিয়া আকন। ওই সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সচেষ্ট রয়েছে। শুক্রবার রাত থেকে নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় বিজিবি, পুলিশ ও র‌্যাব সদস্যর টহলে রয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন সাংবাদিকদের বলেন, সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য পুলিশ নিরাপক্ষভাবে কাজ করছে। যে কোন মূল্যে শান্তি শৃংখলা সুরক্ষা করা হবে। এটা কার পক্ষে বা বিপক্ষে গেলো তা দেখার বিষয় না।

পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বলেন, ওই ভোট কেন্দ্রে শতভাগ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর ধানীসাফার ইউপির ২৩ নম্বর উত্তর পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনঃরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত । ওই কেন্দ্রে দেড় হাজার ভোটার পূনঃরায় ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...