ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় কলেজ চলাকালীন সময়ে হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মঠবাড়িয়ায় কলেজ চলাকালীন সময়ে হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষাঙ্গন প্রতিবেদক >

পিরোজপুরের মঠবাড়িয়ার দধিভাঙা এডভোকেট জিয়াউল ফারুক কলেজে পাঠদানের সময় হামলা ও কলেজ ক্যাম্পাসে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক. শিক্ষার্থী, করেজ পরিচালনা কমিটি ও এলাকাবাসী অংশ নেন।

শেষে টিকিকটা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, কলেজ অধ্যক্ষ মো. ইমাদুল হক, যুবলীগ নেতা মো. শিপলু মিয়া, শিক্ষক মো. মতিন হক, মো. নজরুর ইসলাম ও শিক্ষার্থী মো. ইমরান মিয়া প্রমূখ।devdas-pic-4

সমাবেশে বক্তারা কলেজটি নির্বিঘœ পরিচালনার দাবি জানিয়ে অভিযোগ করেন, ২০১৩ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় একটি কুচক্রি মহল কলেজ প্রতিষ্ঠায় বাঁধা প্রদান করে আসছিল। ওই চক্রের ইন্ধনে কলেজের জমি জবর দখলের পায়তারা শুরু করে একটি স্বার্থান্বেষী মহল। সম্প্রতি কলেজ চলাকালীন সময়ে কলেজে প্রবেশ করে একদল দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...