ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভাণ্ডারিয়া পৌর শহরের ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভাণ্ডারিয়া পৌর শহরের ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

ভাণ্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের প্রধান সড়কের পোনা নদী তীরবর্তী ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার পিরোজপুর জেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসসাদিক জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পোনা নদী দখল করে গড়ে তোলা বাসা বাড়ি ও খাবার হোটেল উচ্ছেদ করে সরকারী সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দস ও অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন। devdas-pic-dakhol-1
ভাণ্ডারিয়া পৌর সভার প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, স্থানীয় কতিপয় দখলদার শহরের পোনা নদী তীর দখল করে অবৈধ পাইলিং দিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে। এতে জনসাধারণের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয় । অবৈধ স্থাপনা অপসারণে কয়েকদফা নোটিশ প্রদান করলেও সাড়া না মেলায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...