ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >
“সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই” এ বক্তব্য সামনে রেখে পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে খাদ্য অধিকার বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটি শনিবার সকালে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাদ্য অধিকার বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির আহবায়ক ও পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জনাব জিয়াউল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ বেচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। তবে এই খাদ্য হতে হবে নিরাপদ , সুষম ও পুষ্টিকর। একসময় আমাদের দেশের ৪০ ভাগ মানুষ দারিদ্রসীমার নীচে বাস করলেও এখন এর সংখ্যা একেবারেই কম। দুবেলা খেতে পায়না এমন লোকের সংখ্যাও খুব কম। বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপের কারনে এটা সম্ভব হয়েছে। খাদ্যে আমরা খুবই অসচেতন । ভাত কম খেয়ে সবজী ,ফল বেশী খেতে হবে। প্রতিদিন একটি করে ডিম খেতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পুর্ণ ঠিকই কিন্তু সুষম খাদ্যে এখনও স্বয়ং সম্পূর্ণ হয় নাই। সুষম খাদ্য উৎপাদনে আমাদের স্বয়ং সম্পূর্ণ হতে হবে ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বে-সরকারী উন্নয়ন সংস্থা ডাকদিয়ে যাই সমন্বয়কারী শাহনেওয়াজ, , রুপসী বাংলার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু, নির্বাহী পরিচালক, পিডিএফ রফিকুল ইসলাম পান্না প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...