ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া পৌর সভার বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মঠবাড়িয়া পৌর সভার বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভা কর্তৃক অতিরিক্ত কর আরোপের প্রতিবাদে ও বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে পৌরবাসি মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে পৌর ভবনের সম্মূখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পৌর নাগরিক,ব্যবসায়ি, রাজনীতিক,মুক্তিযোদ্ধাসহ সচেতন জনতা অংশ নেন।

মানববন্ধন শেষে পৌর ভবন চত্বরে সচেতন নাগরিক সমাজের আহবায়ক মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল,সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া মো. ফারুক , এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট দিলীপ কুমার পাইক, আ.লীগ নেতা লুৎফর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, ২০১৬-২০১৭ অর্থ বছরে গেজেট বিধি বহির্ভূতভাবে ইচ্ছেমত পৌর প্রশাসন ৫/৬ গুন কর বৃদ্ধি করেছে। এতে ব্যবসায়ি ও নাগরিকরা চরম বিপাকে পড়েছেন। প্রথম শ্রেণীর পৌর সভায় যেখানে তৃতীয় শ্রেণীরও সেবা নাগরিকরা পান না সেখানে এই বর্ধিত কর বেআইনি। বিক্ষুব্দ নাগরিকরা এ খামখেয়ালীর কর প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী ৩১ অক্টোবর পরবর্তী কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

প্রতিবাদ সমাবেশ শেষে পৌর মেয়রের বরাবরে সচেতন নাগরিক সমাজের নেতারা একটি স্মারকলিপি দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...