ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরের জিয়ানগরে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

পিরোজপুরের জিয়ানগরে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

পিরোজপুর প্রতিনিধি >
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্র পরিবারের জন্য পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩টি ইউনিয়নে দশ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। শনিবার সকালে পত্তাশী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৮ জন ডিলারের মাধ্যমে ৩টি ইউনিয়নে ৩২’শ ৫৯জন কার্ডধারী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ, এপ্রিল- এই ৫ মাস ব্যাপী প্রতি কার্ডের বিপরীতে সংশ্লিষ্ট ডিলারদের কাছ থেকে ৩০ কেজি করে চাল নিতে পারবে এক একটি হতদরিদ্র পরিবার। সপ্তাহের শুক্রবার,শনিবার ও মঙ্গলবার চাল বিতরণের জন্য ডিলারদের দোকান খোলা থাকবে। একই সময়ে উপজেলার পাড়েরহাট ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল।
৩নম্বর বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী বালিপাড়া বাজারে রেশন কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...