ব্রেকিং নিউজ
Home - জাতীয় - নাজিরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ : অর্ধশতাধিক আহত

নাজিরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ : অর্ধশতাধিক আহত

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের নাজিরপুরে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া যায়নি । আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিরপুর হাসপাতাল সংলগ্ন ষ্ট্যান্ড থেকে ঢাকাগামী সেবা গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব ১১-৬০৩৭) বাসের সাথে একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ সময় বাস দু‘টি ধুমরে-মুচড়ে যায়।
নাজিরপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে গুরুতর আহত নার্গিস আক্তার (২২), অলিউল্লাহ (৭), রমজান আলী (৫), শিখা (২৫), মানিক (৩৬), মৌমিতা (২), গৌরাঙ্গ (৩০), সাজু (২২), মানিক (৫), লোকাল গাড়ির মালিক মিজান (৩৫) , আল-আমীন ঢালী (২৪), শামসুল হক (৭৫), আল-আমীন শেখ (২২), ইতি (৮), আকরাম (৫৫), ফজিলা (৩০), ১ বছরের শিশু রনি, তিমিন (২২), নাজমা (৩৫), ১০ মাস বয়সের শিশু সায়মা, ফজিলা বেগম (৬০) ও শাম্মী আক্তারকে (২৫) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মল্লিক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...