ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাঁঠালিয়ায় সেতু ধসে পাঁচ গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বন্ধ

কাঁঠালিয়ায় সেতু ধসে পাঁচ গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বন্ধ

ফারুক হোসেন খান,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ভারানী খালের ওপর স্লিপার সেতুটি কার্গোর ধাক্কায় ভেঙ্গে যাওয়ায় দুই সপ্তাহ ধরে পাঁচ গ্রামের মানুষের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে সংশ্লিষ্ট আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালী ও বাঁশবুনিয়া গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষের আমুয়া বন্দর ও উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
গত ১৭ আগষ্ট দুর্যোগপূর্ন আবহাওয়ার সময় বালু বোঝাই একটি কার্গো সেতুর পিলারে ধাক্কায় সম্পূর্ন সেতুটি বিধ্বস্ত হয়। ফলে আমুয়া কাঠালিয়া হেতালবুনিয়া জয়খালী সড়কের সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে, পাঁচ গ্রামের মানুষের এই সড়কে যোগাযোগে নির্ভরশীল। আমুয়ায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা ও জনগণের যাতায়াতে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
আমুয়া নুতন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম কাঞ্জিলাল বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত নির্ভরশীল এ সড়কটি। সেতুটি ধসে পড়ায় সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তিনি আরো জানান, সেতুটি অনেক দিনের পুরানো সংস্কারের অভাবে কয়েক বছর ধরে সেতুটির নড়বড়ে অবস্থা বিরাজ করছিল। এ স্থানে একটি প্রশস্ত পাকা সেতু নির্মাণ জরুরী।
সেতু ধসের কারনে জনগণের দূর্ভোগের কথা স্বীকার করে কাঁঠালিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী অমল চন্দ্র রায় বলেন, বালু ভর্তি কার্গোর ধাক্কায় সেতুটি ভেঙ্গে যাওয়ার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...