ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভান্ডারিয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ে দিনব্যাপী সেমিনার

ভান্ডারিয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ে দিনব্যাপী সেমিনার

ভান্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষাসহ যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সোমবার উপজেলার ধাওয়া রাজাপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন।

ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, থানা পরিদর্শক (তদন্ত) আউয়াল আকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার আব্দুর রশিদ হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ইউছুফ আলী, ইউপি সদস্য মারুফ হোসেন, প্রধান শিক্ষক আকদুল হাই হাওলাদার, মো. হারুন অর রশিদ, মো. আবুল কালাম খান, সহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...