ব্রেকিং নিউজ
Home - জাতীয় - গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত

গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি >
গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ সোমবার দিনভর জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাৎ বার্ষিকীতে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও কালো ব্যাজ ধারনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আ’লীগ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহরে পৃথক পৃথক শোক র‌্যালী বের করা হয়।

শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম গোলাম সরোয়ার মোর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু প্রমূখ।

উপজেলা আ’লীগ অফিস কার্যালয়ে পৌর আ’লীগ সভাপতি আলতাফ হোসেন আফজাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সহ-সভাপতি একেএম সেলিম মিয়ার, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, আ’লীগ নেতা ফারুকুউজ্জামান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, লুৎফর রহমান, আ’লীগ নেতা রিয়াজুল ইসলাম, যুবলীগ নেতা জুলহাস শাহীন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা চঞ্চল কর্মকার, আরিফুর রহমান সিফাত প্রমূখ।

মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য , উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, প্রভাষক মোহসেনুল মান্না, জাহাঙ্গীর হোসেন, প্রজিৎ বড়াল, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মর্তুজা প্রমূখ।

আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগ নেতা ডা. এম নজরুল ইসলাম, এ্যাড. মজিবুর রহমান মুন্সি, অবিনাশ মিত্র, জামাল হোসেন, আব্দুস সালাম, মোফাজ্জেল হোসেন মিঠু প্রমূখ।

মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিম-উল-হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, আ’লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা আ’লীগ সাধারন সম্পাাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ইকতিয়ার হোসেন পান্না, আ’লীগ নেতা জাহিদ উদ্দিন পলাশ, প্রভাষক জুলহাস শাহীন, কবিতা মোদক প্রমূখ।

কেএম লতীফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তফা জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, সুখদেব ঢালী প্রমূখ।

হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগ নেতা নেতা ডা. এম নজরুল ইসলাম,ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ-উল-হক, প্রমূখ।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর, শিক্ষক মিরাজ মিয়া, দেলোয়ার হোসেন, কবির হোসেন, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক রফিকুজ্জামান আবীর, এস.এম. আকাশ প্রমূখ।

এ ছাড়া স্থানীয় ডা. রুস্তম আলী ফরাজী কলেজ, ভগিরথপুর বঙ্গবন্ধু কলেজ, তুষখালী কলেজ, সাফা ডিগ্রী কলেজ, শাহাদাৎ হোসেন মহা বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...