ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ১৫ আগস্টের পর দেশে বিভাজনের রাজনীতির অপতৎপরতা শুরু হয়েছিল- পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

১৫ আগস্টের পর দেশে বিভাজনের রাজনীতির অপতৎপরতা শুরু হয়েছিল- পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

ভান্ডারিয়া প্রতিনিধি >

পরিবেশ ও বন মন্ত্রী ও জাতীয় পার্টি জেপি)চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ১৫ আগস্টের পর থেকে বাংলায় বিভাজনের রাজনীতির অপতৎপরতা শুর হয়েছিল। বেগম খালেদা জিয়া জাতীয় শোক দিবসে নিজের জন্মদিন পালন করা থেকে বিরত থাকছেন এটা ভাল কথা। রাজনীতিতে এটা একটা শুভ দিক।

তিনি বলেন. ১১ দফার মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা যুদ্ধ ছিল অন্যায়ের ও অবিচারের বিরুদ্ধে বাঙালীর অদম্য লড়াই। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে এখনও লড়াই করে যাচ্ছি। আমরা সে লক্ষেই কাজ করে যাচ্ছি। দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গ বন্ধুর ডাকে জনগন ঐক্যবদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীনতা যুদ্ধ জিতেছি। জনগনই আমাদের দেশের শক্তি । এ ঐক্যবদ্ধ শক্তি নিয়েই আমাদের মহান স্বাধীনতা সমুন্নত রাখব।
আজ সোমবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের ভা-ারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এর আগে ভিান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্দ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, আ.লীগ সভাপতি ফায়জুর রশীদ খসরু, জাতীয় পার্টি জেপি) যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুবলীগ নেতা এনামুল কবীর টিপু তালুকদার, শফিক মান্নান ও ছাত্রলীগ নেতা এহসাম হাওলাদার প্রমূখ।

শেষে পরিবেশ ও বন মন্ত্রী প্রতিবন্ধী শিশুদের মাঝে নানা উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি দুঃস্থ অসহায় নারীদের মাঝে অনুদানের চেক, সেলাই মেশিন ও বেকার যুবক ও যুব নারীদের মাঝে সনদপত্র ও ঋণ বিতরণ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...