ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ঢাকায় প্রবাসী ভিলেজ চাই, মদীনায় শেখ হাসিনার কাছে ইউসুফ ফারাজীর দাবি

ঢাকায় প্রবাসী ভিলেজ চাই, মদীনায় শেখ হাসিনার কাছে ইউসুফ ফারাজীর দাবি

বিশেষ সংবাদদাতা > প্রবাসীদের জন্য আলাদা একটি পল্লী চাই। প্রবাস জীবন শেষে দেশে ফিরে আমরা সব প্রবাসীরা এক জায়গায় এক সাথে থাকতে চাই। সরকারি কর্মচারিদের আবাসনের জন্য ঢাকায় একাধিক প্রকল্প করা হয়েছে। প্রবাসীদের জন্য ঢাকার আশপাশের যেকোনো এলাকায় একটি প্রকল্প করার দাবি জানানো হয়। সৌদি আরব সফররত বাংলাদেশের প্রদানমন্ত্রী শেখ হাসিনাকে মদীনায় মতবিনিময়কালে এই দাবি জানান জেদ্দা প্রবাসী আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ইউসুফ মাহমুদ ফারাজী। সোমবার বিকেলে মদীনার হোটেল হিলটনে শেখ হাসিনার সাথে অনুষ্ঠিত এক অনির্ধারিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। এ সময় শেখ হাসিনা বলেন, প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স যায়। সেই রেমিটেন্সে সচল থাকে বাংলাদেশের অর্থনীতি। তিনি প্রবাসী ভিলেজের জন্য জমি বরাদ্দের ঘোষণা দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশের সভাপতি মমতাজ হোসেন চৌধুরী, আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম মজুমদার, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সহ সভাপতি আব্দুর রশিদ, আমির মো. মুজিব, সাংগঠনিক সম্পাদক ইরতিজা উজ্জল, রিয়াদ আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, দাম্মাম বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামাল হোসেন, দাম্মাম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোজামেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কায়সারুল হক, মাদিনা আওয়ামী ফাউন্ডেশন সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আসগার আলী প্রমুখ।
এ ব্যাপারে ইউসুফ মাহমুদ ফারাজী সাংবাদিকদের বলেন, ঢাকায় ব্যাংকারদের জন্য ব্যাংক টাউন আছে, পুলিশের জন্য পুলিশ টাউন আছে, ডিফেন্স অফিসারদের জন্য আলাদা হাউজিং আছে কিন্তু ১ কোটি প্রবাসীর জন্য আবাসনের কোনো ব্যবস্থা নেই। রাজউকের বিভিন্ন প্রকল্পে প্রবাসীদের জন্য কোটার কথা বলা থাকলেও লটারির ফাঁদে পড়ে অনেকেই বঞ্চিত হন। বেসরকারি হাউজিংয়ের ফ্ল্যাট কিনে অনেকেই প্রতারিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে ঢাকার আশপাশে প্রবাসীদের জন্য আলাদা ভিলেজ গড়ে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন।
সূত্র : মঠবাড়িয়া নিউজ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...