ব্রেকিং নিউজ
Home - জাতীয় - “প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান দ্বায়িত্ব” – নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবীব খান

“প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান দ্বায়িত্ব” – নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবীব খান


পিরোজপুর প্রতিনিধি :
ইলেকশন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবীব খান (অব:) গনমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ইলেকশন কমিশনের প্রধান ও অন্যতম দ্বায়িত্ব হচ্ছে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করা। সকল দল ও ভোট কেন্দ্রের ভিতর ও বাহিরের পরিবেশ অর্থাৎ সকলের জন্য প্লেন ফিল্ড এ্যান্ড ফেয়ার ইলেকশন উপহার দিতে এবং বহির্বিশে^ বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে এবারের নির্বাচন হবে গ্রহনযোগ্য, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন একটি নির্বিঘ্ন নির্বাচন।
এ সময় তিনি বলেন, ভোটের দিন কোন কেন্দ্রে জাল ভোট দিলে বা ধরা পড়লে সেই কেন্দ্রের ভোট গ্রহন বন্ধ করে দেয়া সহ কেন্দ্রের কর্মকর্তাদের বহিস্কার করা হবে। এসময় তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত কোন কাজে সাংবাদিকদের বাধা প্রদান সহ তাদের উপর হামলা হলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর শাস্তির ব্যবস্থা করবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের এবারের নির্বাচনের দিকে সকল দেশবাসি তথা সমগ্র বিশ^বাসি তাকিয়ে আছে। তাই নির্বচন কমিশন একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। তিনি বলেন, আমাদের উপর বহির্বিশে^র কোন বিধি নিষেধ বা চাঁপ নেই। এ সময় তিনি সুষ্ঠ সুন্দর নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থী সহ সকলের সহযোগিতা কামনা করেন।
পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে পিরোজপুর ও ঝালকাঠী জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীসহ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগনের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে আচরনবিধি ও বিভিন্ন বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে গনমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন কমিশনার জেনারেল আহসান হাবীব খান। বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওতক আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইাজি মোঃ জামিল হাসান (বিপিএম-সেবা), পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও ঝালকাঠি জেলা প্রশাসক ফারাগুল নিজুম সহ সেনাবাহিনীর কর্মকর্তা র‌্যাব-৮ এর কর্মকর্তা, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগন, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা ও উপজেলার নির্বাচন অফিসারগন, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন দলের প্রার্থীগন এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...