ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩। জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে আজ রোববার সকালে পিরোজপুর সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহারিয়ার বিন মান্নান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ তানভীর আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক,মোঃ মাহবুবুর রহমান, ট্রাফিক পরিদর্শক মো: সাইফুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএর সহকারী পরিচালক মো: ইকবাল কবির। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ, বাস মালিক সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিল।
এ সময় বক্তারা বলেন সারাদেশে সড়ক ব্যবস্থার উন্নয়নের ফলে দিন দিন দেশের মধ্যে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সঠিকভাবে আইন না মানায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অনাকাঙ্ক্ষিত এসব দূর্ঘটনা এড়াতে সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার প্রতি গুরুত্ব দেন বক্তারা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...