ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চিত্রশিল্পী ও তরুণ রাজনীতিক চঞ্চল কর্মকার

মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চিত্রশিল্পী ও তরুণ রাজনীতিক চঞ্চল কর্মকার

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার আসন্ন (১৭জুলাই ) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকের মনোয়ন প্রত্যাশা করছেন তরুণ রাজনীতিক ও চিত্রশিল্পী চঞ্চল কর্মকার। এজন্য তিনি কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতিক ও স্থানীয় ভোটারদের সমর্থন লাভে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে প্রথম শ্রেণীর পৌরসভা নির্বাচনে একজন শিক্ষিত, মননশীল,পরিবেশ বান্ধব, প্রগতীশীল চিন্তাধারা তরুণ প্রার্থী নির্বচনে জয়লাভের প্রত্যাশা করে সামাজিক সাইটে মতামত প্রকাশ করছেন।
প্রথম শ্রেণীর পৌরসভাকে নান্দনিক শহর ও নিরাপদ স্বাস্থ্যকর শহরে রূপান্তরে রুচিশীল ও সৎ প্রার্থীর প্রত্যাশা করছেন পৌরবাসি ।
তবে নৌকার মনোয়ন প্রত্যাশার বিষয়ে চিত্রশীল্পী চঞ্চল কর্মকার বলেন, যেহেতু ছাত্রজীবন থেকে আওয়ামীলীগ রাজনীতির সাথে নিবেদিত প্রাণে জড়িত আছি সেহেতু নির্বাচন করার ইচ্ছে থাকা স্বাভাবিক বিষয়। তবে দলের মনোনয়ন ছাড়া মঠবাড়িয়া পৌরসভায় মেয়র পদে নির্বাচনের ইচ্ছে নাই। এ ক্ষেত্রে দলীয় মনোনয়ন পেলে অবশ্যই নির্বাচন করবো।
আমার আপন জনপদের পৌরশহরের নান্দনিক সৌন্দর্য বর্ধন, নাগরিকদের স্বাস্থ্য সম্মত পরিবেশ ও নিরাপদ জীবনের জন্য কাজ করা সুযোগ লাভের প্রত্যাশা করি।
মঠবাড়িয়ার দক্ষিণ বন্দরের বাসিন্দা প্রয়াত ভোলা নাথ কর্মকারের ছোট ছেলে চিত্রশীল্পী চঞ্চল কর্মকার বর্তমানে সদস্য, বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ।(২০১৮ সাল থেকে চলমান) । তিনি সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি,২০১১-২০১৫ । সহ- সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়,২০০৬ -২০১১। দপ্তর সম্পাদক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়,২০০৩-২০০৯ ।শিক্ষা বিষয়ক সম্পাদক , মঠবাড়িয়া কল্যাণ সমিতি ঢাকা। ২০১৬-২০২১, ছাত্র বিষয়ক সম্পাদক,মঠবাড়িয়া কল্যাণ সমিতি ঢাকা-২০১১-২০১৪
সদস্য,মঠবাড়িয়া কল্যাণ সমিতি,২০০৯-২০১১ সাল,আহ্বায়ক,জাতীয় শোক দিবস পালন পর্ষদ ২০১২, চারুকলা ইনস্টিটিউট।
সদস্য সচিব-২০০৭ সাল।
তবে ওই সময় ছাত্র বিদ্রোহ আন্দালনে আসামী হওয়ায় কর্মসূচি পালন করা যায়নি।প্রতিষ্ঠাতা সভাপতি, নটরডেম লেখক কুঞ্জ,নটডেম কলেজ ঢাকা। এছাড়া তিনি ২০০০-২০০১,সাধারণ সম্পাদক, নটরডেম সাংস্কৃতিক ক্লাব,২০০০-২০০১ সালে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৭ সালে মঈন উদ্দিন – ফকরউদ্দিন বিরোধি ঢাকা বিশ্বদ্যিালয়ে ছাত্র বিদ্রোহ আন্দোলনে অংশ গ্রহণ। ওই সময় সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামী হয়েও শেখ হাসিনার মুক্তি আন্দোলনে সোচ্চার ছিলেন। আইনশৃংলা বাহিনীর চা ও মামলায় হয়রাণি হয়ে দেশ থেকে পলাতক জীবন। এরপর ২০০৮ সালে ২৩ জানুয়ারি সেনাবাহিনীর মামলা থেকে অব্যহতি পেলে দেশে ফিওে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার মুক্তি আন্দোলনে রাজপথে সক্রিয়া ভূমিকা নেন। ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে চারুশিল্পীদের গণজাগরণের নেতৃত্ব দেন। ২০১৪ -২০১৫ সালে বিএনপি জামাত জোটের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধে সক্রিয় অংশ নেন।
তিনি মঠবাড়িয়া কে.এম লতিফ ইনস্টিটিউশন থেকে ১৯৯৯ সালে প্রথম বিভাগে এসএসসি পাস করে, ঢাকা নটরডেম করেজ হতে প্রথম বিভাগে এইচএসি পাস করেন। ২০০৫ সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে ফাইন আর্টসে দ্বিতীয় শেণীতে উন্নীত হন। পরে ২০০৭ সালে ঢাকা বিশ্বদ্যিালয়ের চারুকলা অনুষদ থেকে প্রথম শেণীতে এমএ,এফ ডিগ্রী অর্জন করেন। চঞ্চল কর্মকার একজন চিত্রশিল্পী ও ভাস্কর শিল্পী। তার নির্মিত উল্লেখযোগ্য ভাস্কর্য গুলোর মধ্যে অষ্ট্রেলিয়ার ওয়েষ্টার্ন সিডনী বিশ্বদ্যিালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু ভাস্কর্য, শিল্পী ও নকশাকার রক্তধারা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, চাঁদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বেগম রোকেয়ার ভাস্কর্য, খুলনা বেতারের বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বর,আমতলী পৌরসভা,বরগুনার ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য, বান্দরবন ট্যুরিস্ট পুলিশ চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য । এছাড়া তিনি দেশ জুড়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক শতাধিক ম্যুরালের নির্মাতা।
উল্লেখ্য ঘোষিত তপছিল অনুযায়ী আগামী ১৭ জুলাই মঠবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

 

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...