ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভান্ডারিয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

ভান্ডারিয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন


ভান্ডারিয়া প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়ায় গণ অনশন করেছে নেতা-কর্মীরা।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনার চত্তরে অনশন কর্মসূচি শুরুর পরে দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমী) রুমানা আফরোজ পানি পান করিয়ে অনশন ভাঙান।
ঐক্য পরিষদের দাবির মধ্যে রয়েছে ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রুতি- সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন।
গণ অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, জাতীয় পার্টি (জেপি)’র সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার জামাদ্দার। আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, ভান্ডারিয়া পূজা উৎযাপন কমিটির সভাপতি বিরেন চন্দ্র বসু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা শশাঙ্ক শেখর চক্রবর্ত্তী, সঞ্জিব কুমার মজুমদার, নারায়ন চন্দ্র, বরুন সমদ্দার প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...