ব্রেকিং নিউজ
Home - জাতীয় - শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য পরম করুনাময়ের এক বিশেষ আশির্বাদ। শেখ হাসিনা এদেশের মানুষের সার্বিক কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। তার সরকারের আমলে গ্রামের প্রান্তিক পর্যায়ে একজন মানুষও যাতে না খেয়ে কষ্ট না পায়, তারা গৃহের অভাবে উন্মোক্ত জায়গায় যাতে না থাকে, চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে না মরে, তার সকল ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে চলছেন।
শনিবার পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নে ডা. এস কে মজুমদার কৃষি ও কারিগরি মহাবিদ্যালয় প্রাঙ্গনে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত থেকে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দক্ষিনাঞ্চলের মানুষ দীর্ঘদিন অবহেলিত। এ অঞ্চলকে উন্নয়নের সমতায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করছেন, অতিতের ইতিহাসে রেকর্ড কেউ কোন দিন এটা করেন নি। তিনি বলেন, পিরোজপুর-১ আসনের আমার নির্বাচনী এলাকার জন্য গত ২৯ মার্চ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় বিল পাশ করাতে স্বক্ষম হয়েছি। বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চল ও দক্ষিন পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা ও গবেষনা কার্যক্রমের পাশাপাশি পিরোজপুরের মানুষের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাংবাদিক গৌতম নারায়ন রায় চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী পিন্টু প্রমুখ।
পবিত্র রমজান উপলক্ষে শিকদারমল্লিক ইউনিয়নে তিন হাজার অসচ্ছলদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক উপহার বিতরণ করা হবে। প্রথম কিস্তিতে শনিবার ১৫শ’ জনকে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি মসুর ডাল, ১০০ গ্রাম মরিচের গুড়া, ২০০ গ্রাম হলুদের গুড়াসহ অন্যান্য মালামাল রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...