ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ


পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ করে জেলার নাজিরপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় হাজারো মানুষের অংশ গ্রহনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নাজিরপুর-পিরোজপুর সড়কে আওয়ামীলীগ নেতা মো. শাহ আলম ফরাজীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি তুহিন হালদার তিমির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম একজন দুর্নীতিমুক্ত ও জনপ্রিয় নেতা। এ জন্য তাকে বিতর্কিত করতে স্থানীয় একটি চক্রের সহযোগীতায় তার বিরুদ্ধে দৈনিক সমকালপত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত করে তাকে সহ পিরোজপুরের মানুষকে হেয় করা হয়েছে। এ হেন মিথ্যা ও বিভ্রান্তিমুলক সংবাদ পরিবেশন করায় বিক্ষোব সমাবেশ থেকে দৈনিক সমকাল পত্রিকাকে নাজিরপুর তথা পিরোজপুর জেলায় বয়কট ঘোষনা করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...