ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় চার হাজার ৬২১ পরিবার পেলেন ভিজিএফ চাল

মঠবাড়িয়ায় চার হাজার ৬২১ পরিবার পেলেন ভিজিএফ চাল


মঠবাড়িয়া প্রতিনিধি 🔻
পিরোজপুরের মঠবাড়িয়ায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে পৌর সভার চার হাজার ৬২১ পরিবারে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পৌর শহরের ৯টি ওয়ার্ডের দরিদ্র পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
পৌর সভার প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদার এ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় চাল নিতে আসা লোকজনদের করোনা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ও মাস্ক বিহীন লোকদের মাস্ক পরিয়ে দেন।

বিতরণ কর্সূচিতে পৌর সচিব হারুণ অর রশিদ, কাউন্সিলর তাহেরুন্নেছা, মিসেস সালেহা ইসলাম, মতিয়ার রহমান মিলন, শফিকুর রহমান, হারুণ অর রশিদ, প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, পৌর হিসাব সহকারি মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী মানবিক উপহার হিসেবে ঈদ-উল আযহা উপলক্ষে হত দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা অব্যহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...