ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

মঠবাড়িয়া প্রতিনিধি 🔻
পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন ৬ ইউনিয়ন অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন পরিচালনা জন্য বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষ ও সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রিজাইডিং-পোলিং অফিসারদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভা করেন।
আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশীদারিত্বমূলক ও আইনানুগ করতে উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রিজাইডিং-পোলিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

সোমবার সকালে মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র‌্যাব-৮ প্রধান (সিও) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন প্রমূখ।

অপরদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথেও এক মত বিনিময় সভা করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, শিক্ষক শহীদুল ইসলাম, ইউনুচ আলী, চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন আকন, মো. মিরাজ মিয়া, শহীদুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রথম ধাপে ২১ জুন‘ ২১, মঠবাড়িয়া উপজেলার ১ নং তুষখালী, ৩নং মিরুখালী, ৭নং বেতমোর, ৮নং আমড়াগাছিয়া, ৯নং সাপলেজা ও ১০ নং হলতা গুলিসাখালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...