ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় ভুমি সেবা মেলা

মঠবাড়িয়ায় ভুমি সেবা মেলা

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ ইউনিয়ন ব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে । মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ডিজিটাল ভূমি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় সহজীকরণ ও ভূমি বিষয়ে জনসচেতনাতা বৃদ্বির লক্ষে এ ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার সাফা বন্দর বাজারে আনুষ্ঠানিক ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস এ মেলার উদ্বোধন করেন।

এসময় সাফা বন্দর বনিক সমিতির সভাপতি এম এ সাঈদের সভাাপতিত্বে বক্তব্য রাখেন, সাফা বন্দর বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা. সাংবাদিক আবদুস সারাম আজাদি, মিজানুর রহমান মিজু, ইসমাইল হোসেন হাওলাদার, মনিরুল ইসলাম মধু, রুম্মান হাওলাদার প্রমূখ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে, মুজিব বর্ষ উপলক্ষে ভূমি সেবা মেলা উপজেলার ১১ ইউনিয়নের ভূমি অফিসে স্বল্প সময়ে চান্দিনা ভিটি নবায়ন, ভূমি উন্নয়ন কর (খাজনা) গ্রহন, ই-মিউটেশন, ই-কর,ই-নামজারীসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে। এ সেবা সফল করতে উপজেলার ১১ ইউনিয়নে ভূমি সেবা ক্যাম্পসহ বিভিন্ন গুনুত্বপূর্ন স্থানে ভূমি অফিসের বিভিন্ন সেবার বিষয়ে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, মঠবাড়িয়ায় ভুমি অফিসে এ ভুমি সেবা ইতিপূর্বে চালু করা হলেও অন্যান্য ডিজিটাল সেবা সমূহ গতিশীল ও দ্রুত ভুমিসেবা প্রদানই এ মেলার উদ্দেশ্য।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...