ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

মঠবাড়িয়ায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কেদার হাওলাদার (৫০) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে চরখালী-পাথরঘাটা সড়কের বয়াতীর হাট সংলগ্ন এলাকায় এ র্দুর্ঘটনা ঘটে।
নিহত কেদার হাওলাদার উপজেলার সূর্যমণি গ্রামের ইউপি সদস্য রত্তন আলী হাওলাদারের ছেলে। পুলিশ এ ঘটনায় ভাড়ায় চালিত এ্যাম্বুলেন্স ও চালক ফরিদকে হোসেনকে (২৯) আটক করেছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, পাথারঘাটা-চরখালী সড়কে বয়াতীরহাট সংলগ্ন মঠবাড়িয়াগামী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ-১১-৩৩৮২) এর চাকা ফেটে নিয়ন্ত্রন হারায়। এসময় উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চাপা খেয়ে মোটরসাইকেল আরোহী সৌদি প্রবাসী কেদার হাওলাদার ও মোটরসাইকেল চালক হাবিব হাওলাদর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুইজনকে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী কেদার হালাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোটরসাইকেল চালক হাবিবকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ইনেসপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, এ্যাম্বুলেন্স ও চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...