ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে মন্দির সংস্কার ও দরিদ্রদের মাঝে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে মন্দির সংস্কার ও দরিদ্রদের মাঝে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

পিরোজপুর প্রতিনিধি <>
পিরোজপুরের নাজিরপুরে ৮টি মন্দির সংস্কারের জন্য অনুদানের চেক বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি । শনিবার দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত এ চেক বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ।
নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার।
এসময় উপজেলার ৮টি মন্দিরে মোট ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
পরে মন্ত্রী দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ২০ জনকে ৬ হাজার টাকা করে মোট ১লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার সাহা, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...