ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় সদর উপজেলা শহীদ ওমর ফারুক অডিটরিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল।
এ প্রশিক্ষনে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কোন কোন বিষয়ে অগ্রগতি করা যায় তা বিস্তারিত আলোচনা করা হয় এবং স্থানীয় পর্যায় উন্নয়নের লক্ষ্যে সকলের মতামত নেয়া হয়।
প্রশিক্ষনে সরকারী- বেসরকারী ও সুশিল সমাজের বিভিন্ন পর্যায়ের ৮০ জন ব্যাক্তি অংশ গ্রহণ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...