ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় নৌকার প্রার্থী মোশারফ সাকুর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মঠবাড়িয়ায় নৌকার প্রার্থী মোশারফ সাকুর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী গোসাইন মোশারফ সাকুর ওপর হামলার ঘটনায় সাংবাদিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনগত রাতে পৌর মেয়র এর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকু, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী(ফুটবল প্রতীক) মাকসুদা আক্তার বেবী, চেয়ারম্যান প্রার্থীর ভাই মো. গোলাম মোস্তফা ও শ্রমিক লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমূখ।
সভায় নির্বাচনী প্রচারণাকালে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলায় আহত নৌকার প্রার্থীর হোসাইন মোশারফ সাকু অভিযোগ করেন, গত ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলা নির্বাচনের আগ মূহুর্তে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে ঠিক সে মূহুর্তে নির্বাচনে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের সমর্থক সশস্ত্র সন্ত্রাসীরা উপজেলার গুলিসাখালী ইউনিয়নবাজারে রাতে আঁধারে তার কর্মী সমর্থকদেও ওপর হালায় । এসময় সন্ত্রাসীরা তাকেসহ গুলিসাখালী ইউপিচেয়ার রিয়াজুল আলম ঝনোসহ ২০জনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। নির্বাচনে স্বত›ত্র প্রার্থীর সমর্থকরা নির্বাচনী সহিংসতার তা-ব শুরু করলে নির্বাচন কমিশন মঠবাড়িয়া উপজেলার নির্বাচন সাময়িক স্থগিত করে।
তিনি আরও জানান , শিঘ্রই স্থগিত হওয়া নির্বাচনের তারিখ নির্বাচন কমিশিন ঘোষণা করবেন। তাই আহত নৌকার প্রার্থী ঢাকায় চিকিৎসা শেষে আবার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে চান। তিনি নির্বাচনী সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রশাসন ও ভোটাদের সহাযোগিতা কামনা করে।

উল্লেখ্য গত ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো । নৌকার প্রার্থী সমর্থকদের ওপর হামলা এবং পরবর্তীতে জনি তালুকদার নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় মঠবাড়িয়ার নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে নির্বাচন কমিশন মঠবাড়িয়া উপজেলা নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...