ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

পিরোজপুর প্রতিনিধি >>
‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ, প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। এরই সাথে এক সাথ হয়ে বর্ণিল সাজে সজ্জিত হয়েছিল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গন। বসন্তকে স্বাগত জানাতে বুধবার সকালে পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদ ও কলেজ ছাত্র সংসদ কলেজ প্রাঙ্গনে আয়োজন করে বসন্ত বরণ ও পিঠা উৎসবের। দিনব্যাপী এ বসন্ত বরণ ও পিঠা উৎসবে সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান বাবুল, জেলা উদীচী সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু। পরে বসন্ত বরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।
পিঠা উৎসবে কলেজের ১৪ টি বিভাগ অংশ গ্রহণ করে। প্রতিটি স্টলে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার পসড়া সাজিয়ে বসেছিল ছাত্র-ছাত্রীরা। নতুন প্রজন্মের কাছে এই হারিয়ে যাওয়া পিঠা-পুলি ব্যাপক সাড়া ফেলায়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...