ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভান্ডারিয়ায় সততা সংঘের দুর্নীতি বিরোধি ত্রি-বার্ষিক সম্মেলন

ভান্ডারিয়ায় সততা সংঘের দুর্নীতি বিরোধি ত্রি-বার্ষিক সম্মেলন

ভাণ্ডারিয়া প্রতিনিধি🔹

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ধাওয়া ইউনিয়ন সতত সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী স্থানীয় ধাওয়া-রাজপাশা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি এ বক্তব্য সামনে রেখে দুর্নীতি প্রতিরোধে উপস্থিত সকলে শপথ নেন। এ সম্মেলনে স্থানীয় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশীদ মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার সুমী, দুর্নীতি দমন কমিশন বরিশাল এর উপপরিচারল এবিএম আব্দুস সবুর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, শিক্ষার্থী ফাতিমা আক্তার, তানজিয়া বিনতে সাবা ও উর্মী আক্তার প্রমূখ।

শেষে বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন, দুর্নীতি বিরোধি সাংসাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...