ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে বিশ্ব পানি দিবস পালিত

পিরোজপুরে বিশ্ব পানি দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >>

“পানির জন্য প্রকৃতি”-প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পানি দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আহম্মেদ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান।
এ সময় বক্তারা বলেন, পানি আমাদের অধিকার। সকলের জন্য সুপেয় পানি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পানি সঙ্কট মোকাবিলা ও পানির যোগান নিশ্চিত করতে সকল প্রকার পানির উৎস নদী-নালা, খাল-বিল, পুকুর ও জলাশয়ের দূষণ প্রতিরোধ ও ভরাট বন্ধের উদ্যোগ গ্রহণ প্রয়োজন। অনিয়ন্ত্রিত ভূ-গর্ভস্থ পানি উত্তোলন প্রকৃতি দুর্যোগ বয়ে আনবে। পানির উৎস সমূহ সংরক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে সেগুলির যথাযথ ব্যবহারই ভূ-গর্ভস্থ পানি ব্যবহার হ্রাস করতে পারে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পানি প্রাপ্যতা নিশ্চিত করতে এর উৎসগুলো ভরাট ও দূষণমুক্ত করে সংরক্ষণ করা অত্যান্ত জরুরী।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...