ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু ও টিফিন বক্স বিতরণ

মঠবাড়িয়ায় ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু ও টিফিন বক্স বিতরণ

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মিড-ডে মিল চালু করা হয়েছে। অনুষ্ঠানে সাপলেজা উইনয়নের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের ২হাজার ১১৫জন শিক্ষার্থীর মাঝে টিফিন ববক্স বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মিড-ডে মিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ।
সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আরিফ-উল-হক, আ.লীগ নেতা মো. হারুন অর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদ, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হাওলাদার, শিক্ষিকা রিনা রানী বিশ^াস, শিক্ষক মো. জিানুর রহমান ও অভিভাবক মো. নজরুল ইসলাম প্রমূখ।
শেষে সাপলেজা ইউনিয়নের ২হাজার ১১৫জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও খিচুড়ি বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...