ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর জেলা আইনজীবী সম্মিলিত সমন্বয় পরিষদের আলোচনা সভা

পিরোজপুর জেলা আইনজীবী সম্মিলিত সমন্বয় পরিষদের আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি ▶️

পিরোজপুরে জেলা আইনজীবী সমিতির সম্মিলিত সমন্বয় পরিষদের উদ্যোগে এক ঈদ ও শারদীয় পূজা পূণর্মিলনী এবং ইউনেক্সো কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনকে বিশ^ ঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্তিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির এ্যাড. এনায়েত হোসেন খান মিলনায়তনে আলোচনা সভায় সভাপতি ছিলেন সিনিয়র আইনজীবী এ্যাড. চন্ডিচরন পাল। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী এম এ মান্নান, এম এ হাকিম হাওলাদার, সাধারন সম্পাদক আহসানুল কবির বাদল, জিপি. শহিদুল হক পান্না, জালাল উদ্দিন আহমেদ, এস এম বেলায়েত হোসেন, মোস্তফা কামাল, একেএম আব্দুস সহিদ,সাঈদুর রহমান টিটু, দিলীপ কুমার মাঝী, হালিম শরিফ, রাজ শেখর দাস, এমডি আউয়াল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ঐতিহাসক ভাষনই স্বাধীনতার সুত্রপাত নয়, এ ভাষনই ছিল স্বাধীনতার ঘোষণার শেষ ভাষন। এই ভাষণ শোনার পরই এ দেশের মানুষ স্বধীনতার মন্ত্রে উজ্জিবিত হয়েছিল্। এই ভাষণেই এ দেশের যুব-বৃদ্ধ সবাই যুদ্ধে গিয়েছিল। ত্রিশ লাখ মানুষ জীবন উৎসর্গ করে স্বাধীনতার সুর্য ছিনিয়ে এনেছিল।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু যেমন সকল লোভ-লালসার উর্ধে থেকে স্বাধীনতা এনে দিয়েছিল, আমাদের ও তেমনি দূর্ণীতি, লোভ, লালসা ত্যাগ করে দলমত নির্বিশেষে একত্রে কাজ করে যেতে হবে। তা হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরী হবে।
আলোচনা শেষে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গন সংগীত পরিবেশন করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...