ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরন

পিরোজপুরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরন

পিরোজপুর প্রতিনিধি ▶️

পিরোজপুরে ৫৪টি নিবন্ধনকৃত সাধারণ স্বেচ্ছাসেবী ও সেচ্ছাধীন মহিলা সমিতির মাঝে ১০ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জেলার ৫৪টি স্বেচ্ছাসেবী সমিতিকে ২০১৬-২০১৭ অর্থ বছরের চেক প্রদান করেন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহমুদ হোসেন, প্যানেল মেয়র মিনারা বেগম প্রমুখ। বক্তব্য রাখেন, অনুদান প্রাপ্ত মহিলা সমিতির সভাপতি দিলরুবা মিলন।

এসময় বক্তারা বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদেরকে পিছিয়ে রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বক্তারা বলেন, বর্তমান কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহনের ধারা এ ভাবে অব্যহত থাকলে ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভীশন ২০-২০ সহ এসডিজি বাস্তবায়ন সম্ভব হবে।
জেলার নিবন্ধনকৃত ১ শত ৪২টি সমিতির মধ্যে ২০১৬-২০১৭ অর্থ বছরে স্ব-স্ব কাজের সাফল্যের জন্য ৫৪ টি সমিতিকে চেকের মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...