ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে প্রয়াত মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন : শোকার্ত মানুষের ঢল

পিরোজপুরে প্রয়াত মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন : শোকার্ত মানুষের ঢল

খালিদ আবু.পিরোজপুর >>
মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সাব সেক্টর কমান্ডার প্রয়াত মেজর(অব:) জিয়া উদ্দিন আহম্মেদকে আজ মঙ্গলাবর দুপুর ১২টায় শহরের পাড়েরহাট রোডে পারিবারিক কবরস্থানে তার পিতা আফতাব উদ্দিন আহমেদ ও মাতা শাহিদা বেগমের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দাফন শেষে যশোর সেনা নিবাসের ৫৫ ডিভিশনের ২১ পদাতিক ব্রিগ্রেডের ব্রিগ্রেড কামান্ডার ব্রিগ্রিডিয়ার জেনারেল মাইনুর রহমান সেনা বাহিনীর পক্ষ থেকে মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ কে মরোনত্তর সালাম জানান। পরে সেনা বাহিনীর পক্ষ তিনি কবরে পুস্পমাল্য অপর্ন করে। এ সময় সেনা বাহিনীর নিয়ম অনুযায়ী শব দেহের সাথে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিক ভাবে তার পরিবারের কাছে হস্থান্তর করে।

এর আগে আজ সকাল ৯ টায় তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আফতাবউদ্দিন কলেজে ও পরে সকাল ১০ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হয়। সেখানে মুক্তিযোদ্ধা সহ সর্বস্থরের হাজার হাজার তাদের প্রিয় নেতাকে ফুলেল শ্রদ্ধা জানান।
সোমবার বিকালে তার মরদেহ পিরোজপুর নিয়ে আসার পর সন্ধ্যা সোয়া ৬ টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ এর উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মনান জানানো হয়। পরে মেজর জিয়াউদ্দিনের কফিনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগ, জাতীয় পার্টি জেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংগ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাগেরহাট-১ আসনের এমপি মীর শওকত আলী বাদশা, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট্রের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান খোকন, জেলা উদীচী সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক, জেলা শিল্পকলা একডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এ বীর মুক্তিযোদ্ধার জানাযা নামাজে অংশ নিতে সাতক্ষিরা,বাগেরহাট, মংলা.শরণখোলা,বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠী ও গোপালগঞ্জ সহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধাসহ কয়েক হাজার মানুষ পিরোজপুরে উপস্থিত হয়।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জিয়াউদ্দিনের, শনিবার রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
রবিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বিকাল ৩টার দিকে জিয়াউদ্দিনের কফিন সর্বস্থরের জনগনের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এসময় রাষ্ট্রীয়ভাবে এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়। শ্রদ্ধা নিবেদনের শুরুতে ঢাকা জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল জাতীয় পতাকায় মোড়ানো এই মুক্তিযোদ্ধার কফিনের সামনে গার্ড অব অনার প্রদান করে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই অনুষ্ঠানে মেজর জিয়াউদ্দিনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সেক্টর কমান্ডার্স ফোরাম, জাসদ, পিরোজপুর জেলা সমিতি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের অধীনে সাব-সেক্টর কমান্ডার হিসেবে সুন্দরবন অঞ্চলে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেন মেজর জিয়াউদ্দিন। গত শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জিয়াউদ্দিনের, শনিবার রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...