ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে মুল্যায়ন পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

পিরোজপুরে মুল্যায়ন পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

পিরোজপুর প্রতিনিধি >>

মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে সপ্তাহের মুল্যায়ন, পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পিরোজপুরে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ । আজ সোমবার সকালে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি। সপ্তাহ ব্যাপী বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন, মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সাথে সচেতণতামুলক মতবিনিময় সভা, কলেজ ছাত্র-ছাত্রীদের সাথে মাছচাষ বিষয়ক আলোচনা, মোবাইলকোর্ট পরিচালনা সহ বিভিন্ন কর্মসুচি পালন শেষে সোমবার এ সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোস্তফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম ।
উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারীর অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, মৎস্যজীবী নেতা আ.জলিল হাওলাদার, সহিদুল ইসলাম, মৎস্যচাষী নুরুলইসলাম ও ঈশান তালুকদার প্রমুখ। শেষে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ বছর তেলাপিয়া ও কৈমাছে শিকদারমল্লিক ইউনিয়নের কামরুজ্জামান সিকদার, থাই পাঙ্গাস চাষে দুর্গাপুর ইউনিয়নের বিকাশ হালদার, কার্প জাতীয় মাছ চাষে সিকদারমল্লিক ইউনিয়নের বিপুল চন্দ্র বাইন এবং গলদা চিংড়ী চাষে টোনা ইউনিয়নের আবুল বাসার তালুকদার শ্রেস্ট চাষী হিসাবে পুরস্কার লাভ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...