ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - হরি ধানের উদ্ভাবক স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী হরিপদ কাপালী পরলোকে

হরি ধানের উদ্ভাবক স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী হরিপদ কাপালী পরলোকে

দেবদাস মজুমদার >>নবম ও দশম শ্রেণির কৃষি শিক্ষার পাঠ্য বইতে উঠে এসেছে হরিপদ কাপালীর নাম। একজন বিস্ময়কর স্বশিক্ষিত কৃষক। একজন কৃষি বিজ্ঞানী। মাটির সঙ্গে চাষাবাদ নিয়েই লড়েছেন দুমুঠো ভাতের জন্য। নি:সন্তান হরিপদের আবাদকৃত সোনালী ধান ছিল যেন তার সন্তানের মতোন। মাটির সঙ্গে সখ্য হরিপদ নিজেই উদ্ভাবন করেন নতুন জাতের উচ্চফলনশীল এক ধান। সেই ধান তার সোনালী সন্তানের মতোন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। স্বশিক্ষিত কৃষক হরিপদর উদ্ভাবিত সেই ধানের নাম হয়ে যায় হরি ধান। বাংলার কৃষি সম্প্রসারণে হরিপদ ও তার উদ্ভাবিত হরি ধান একটি মডেল হয়ে যায়।

ঝিনাইদহের সেই সাড়া জাগানো ‘হরি’ ধানের উদ্ভাবক হরিপদ কাপালী আর নেই। ঝিনাইদহের এই মডেল কৃষক বুধবার মধ্যরাতে আসাননগর গ্রামে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। ব্যক্তিগত জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। গত ছয় মাস ধরে তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আলীয়ারপুর শ্মশানে শানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

জানাগেছে, কৃষক হরিপদ কাপালী ১৯২২ সালের ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের পরপরই তিনি তার বাবা কুঞ্জু লাল কাপালী ও মা সরোধনীকে হারিয়ে অনাথ হয়ে পড়েন। কিশোর হরিপদ পরের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। যুবক বয়সে তার পঙ্গু শ্বশুর একমাত্র মেয়ে সুনিতীকে বিয়ে দিয়ে আসাননগর গ্রামে ঘরজামাই রাখেন।

বিভিন্ন পত্রপত্রিকা, বেসরকারি টিভি চ্যানেল ও বিবিসির কাছে দেয়া সাক্ষাৎকারে কৃষক হরিপদ এই ধান উদ্ভাবনের বিষয়ে জানিয়েছিলেন, তার ইরি ধান ক্ষেতে একটি ব্যতিক্রমধর্মী ধান গাছ দেখে তিনি সেটাকে আলাদা করে রাখেন। এরপর বীজ সংগ্রহ করে তিনি নিজের ক্ষেতেই ১৯৯২ সালে আবাদ করে সুফল পান। এরপর এই ধানের আবাদ সারাদেশেই ছড়িয়ে পড়ে। এলাকার কৃষকরা বীজ সংগ্রহ করে ইরি ও বোরো মৌসুমে আবাদ করতে থাকেন হরি ধান।

এই ধান উদ্ভাবনের ফলে হরিপদ সন্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত হন। বাংলাদেশের বিভিন্ন কৃষি সংগঠন তাকে সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করে।

আজকের মঠবাড়িয়া পরিবার এই স্বশিক্ষিত কৃষিজ্ঞানী মহাপ্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে।

ছবি ও তথ্যসূত্র > ইন্টারনেট

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...